আবু জাহান তালুকদার, তাহিরপুরঃ
গণঅধিকার পরিষদ (জিওপি) সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা শাখার কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত কমিটিতে এবিএম বখতিয়ারকে সভাপতি, মো. সাজু তালুকদারকে সাধারণ সম্পাদক এবং মো. মিলন হোসেনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন নবগঠিত কমিটির সভাপতি এবিএম বখতিয়ার। এর আগে শনিবার রাতে সুনামগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মাওলানা আলী আসগর ও সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটির অনুমোদন দেওয়া হয়।
৩৬ সদস্যবিশিষ্ট ওই কমিটিতে সহ-সভাপতি করা হয়েছে সাতজনকে, ছয়জনকে যুগ্ম সাধারণ সম্পাদক ও ছয়জনকে সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। আগামী এক বছর অনুমোদিত কমিটির মেয়াদ বলবৎ থাকবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
নবগঠিত কমিটির সভাপতি এবিএম বখতিয়ার বলেন যে, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে গড়ে ওঠা রাজনৈতিক দল গণঅধিকার পরিষদ জনগণের অধিকার ভিত্তিক রাজনীতির মাধ্যমে গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয় স্বার্থের মূল্যবোধকে সামনে রেখে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার ভিত্তিক রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা বিনির্মাণে গণঅধিকার পরিষদ কাজ করে যাচ্ছে এবং সামনের দিকেও এ ধারা বজায় থাকবে ইনশাআল্লাহ। তিনি নবগঠিত উপজেলা কমিটির সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সকলের নেতৃত্বে গণঅধিকার পরিষদ, তাহিরপুর উপজেলা শাখা বলিষ্ঠভাবে এগিয়ে যাবে এ প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি উপজেলার সাতটি ইউনিয়নে গণঅধিকার পরিষদের কার্যক্রম দ্রুত ছড়িয়ে পড়বে ও ইউনিয়ন কমিটি গঠন করা হবে বলে জানান।