আজ ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই ডিসেম্বর, ২০২৫ ইং

আশুলিয়ায় জুট ব্যবসা না দেওয়ায় গার্মেন্টস কর্মকর্তাকে অপহরণ

সাভার প্রতিনিধি:

জুট ব্যবসা না দেওয়ায় ঢাকার আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার জেনারেল ম্যানেজারকে অপহরণ করার অভিযোগ উঠেছে বেশ কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। এঘটনায় ওই কারখানার কর্মকর্তা ও তার পরিবারের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। গতকাল বৃহস্পিতার সন্ধ্যায় আশুলিয়ার জামগড়ার দিয়াখালি এলাকায় এ অহরণের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়,গতকাল সন্ধ্যায় জামগড়ার দিয়াখালি এলাকার রোজ ড্রেসেস লিমিটেড কারখানার জেনারেল ম্যানেজার সাধন কুমার দে কারখানায় দায়িত্ব পালন শেষে প্রাইভেটকারে বাসার উদ্দেশ্যে কারখানা থেকে বের হলে ছয় থেকে সাত জন যুবক তার গাড়ি আটকিয়ে ভয়ভীতি প্রদর্শন করে তাকে তাদের গাড়িতে তুলে নিয়ে আশুলিয়ার বিভিন্ন স্থানে প্রায় তিন ঘন্টা ঘুড়িয়ে জুট ব্যবসা না দিলে তাকে হত্যার হুমকি ধামকি দিয়ে কারখানার সামনে গাড়ি থেকে নামিয়ে দিয়ে ওই যুবকরা পালিয়ে যায়। এঘটনায় খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এবিষয়ে অপহরণের শিকার গার্মেন্টস কর্মকর্তা সাধন কুমার দে বলেন,ওই ব্যক্তিদের জুট ব্যবসা না দেওয়ায় তারা তাকে অপহরণ করেছিলো বর্তমানে তিনি চরম আতঙ্কে রয়েছেন।
এলাকাবাসী জানায়,সম্প্রতি ওই গার্মেন্টেস এর জুট ব্যবসা ডিটের মাধ্যমে স্থানীয় রনিকে দেওয়া হলে একটি পক্ষ রনিকে জুট নিতে বাধা প্রদান করেন পরে কারখানা কতৃপক্ষ কোন পক্ষকে জুট না দিয়ে নিজেরাই জুট বিক্রি করছেন।
এবিষয়ে আশুলিয়া থানা পুলিশ বলছে,অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ