নিজস্ব প্রতিবেদক :
ঢাকা ১৯ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থী বিজয় হতে পারলে অমুসলিমদের সর্বাঙ্গে নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর ঢাকা জেলা উত্তরের সেক্রেটারি মাওলানা মোঃ আফজাল হোসাইন। আজ শুক্রবার দুপুরে ইয়ারপুর ইউনিয়ন বাংলাদেশ জামায়াত ইসলামের আয়োজনে নির্বাচনী জনসভায় এই মন্তব্য করেন। ইয়ারপুর ইউনিয়ন জামায়াত ইসলামের আমীর মোঃ আব্দুর রউফ এর সভাপতিত্বে এসময় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন রংপুর জেলা জামায়াতে ইসলামের আমির গোলাম রব্বানী, বিশেষ অতিথি হিসাবে ছিলেন এ্যাডঃ শহিদুল ইসলাম, জামায়াতে ইসলামী ঢাকা জেলা উত্তরের আইন বিষয়ক সেক্রেটারি হাসান মাহাবুব মাষ্টার, আশুলিয়া থানা জামায়াতের আমির অধাক্ষ্য বছির আহমেদ, সহ আশুলিয়া থানা জামায়াতে ইসলামের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা।