আজ ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই ডিসেম্বর, ২০২৫ ইং

বিএনপি’র কোনো নেতাকর্মী ইট–বালু–সিমেন্টের ব্যবসা করতে পারবেনা: সালাউদ্দিন বাবু

সাভার প্রতিনিধি

বিএনপি’র সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেছেন, বিএনপির কোনো নেতাকর্মী ইট–বালু–সিমেন্টের ব্যবসা করতে পারবেনা।

সোমবার বিকেলে সাভার পৌরসভার ইমান্দীপুর প্রাইমারী স্কুল মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,“কোনো বিএনপি’র নেতাকর্মী ইট বালু সিমেন্টের ব্যাবসা করতে পারবেনা,যে ব্যবসা আওয়ামীলীগ করছে,আওয়ামীলীগের ছাত্রলীগ যুবনেতা যে ব্যবসা থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিছে এই ব্যবসা করে আমাদের খাওয়ার দরকার নাই”

নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি আরও বলেন,“বিনয়ের সাথে বলছি—এই ব্যবসার সঙ্গে যেন আমাদের কোনো ছেলেপেলে জড়িত না থাকে। যার বাড়ি, সে নিজের ইচ্ছামতো মাল কিনে বানাবে—সমস্যা কোথায়? আমাদের ভোটাররা এখানে স্থায়ীভাবে থাকে, তাদের সন্তানরা এখানে পড়াশোনা করে। আমরা কেন তাদের জোর করে প্যারায় ফেলবো?”

তিনি এসময় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতায় দোয়া চেয়েছেন, ভোটারদের সহযোগিতা চেয়েছেন এবং ধানের শীষের মার্কায় ভোট চেয়েছেন।

সাভার পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এ জনসভায় স্থানীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ছিল।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ