আজ ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই জানুয়ারি, ২০২৬ ইং

বড়লেখায় তারেক রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

বড়লেখা প্রতিনিধি:

মৌলভীবাজারের বড়লেখায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বুধবার ১০০ খতমে কোরআন, আলোচনা সভা, দোয়া মাহফিল ও মধ্যাহ্নভোজের আয়োজন করেন মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও মৌলভীবাজার-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী শরীফুল হক সাজু।

আলোচনা সভা শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত, ফ্যাসিস্ট হাসিনা সরকার কর্তৃক নির্যাতিত নেতাকর্মী ও দলের ভবিষ্যৎ নেতৃত্বের জন্য বিশেষ মোনাজাত করা হয়েছে। বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন কাঠালতলী দারুল ফুরকান মাদ্রাসার ভারপ্রাপ্ত মুহতামিম মাওলানা আব্দুল বাছিত এবং মাওলানা লুৎফুর রহমান।

কাঠালতলী দারুল ফুরকান মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক দুলালের সভাপতিত্বে ও উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্যসচিব আব্দুল মালিকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু, প্রবাসী বিএনপি নেতা হাবিবুর রহমান, বড়লেখা পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন, বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, আব্দুল জব্বার, সাহাব উদ্দিন, আব্দুল কাদির পলাশ ও রায়হান মুজিব প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ