সাভার প্রতিনিধি:
ঢাকার সাভারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা জনসমুদ্রে পরিনত হয়েছে।
দীর্ঘদিন পর আসন্ন নির্বাচন কে সামনে রেখে বিএনপির আলোচনা সভায় অংশগ্রহণ ও একনজর দেখার জন্য সাভার আশুলিয়ার নেতা কর্মীর পাশাপাশি উপস্থিত ছিলেন হাজার হাজারো সাধারণ মানুষ।
রবিবার দুপুরে সাভারের তারাপুর কলেজ মাঠে প্রধান অতিথি ও ঢাকা ১৯ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবু বলেন, আগামী জাতীয় নির্বাচন বানচাল করার যড়যন্ত্র করছে একটি মহল আপনাদের সকললের সর্তক থাকবে হবে।
সাভার পৌর বিএনপির সভাপতি শাহ মাইনুল হোসেন বিল্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১৯ আসনের এর বিএনপি মনোনীত প্রার্থী ডা দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক সহ সভাপতি কফিল উদ্দিন, ঢাকা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম,
আশুলিয়া থানা বিএনপির সভাপতি আব্দুল গফুর সহ অন্যান্য নেতা কর্মীরা।
বিএনপির অন্যান্য মনোনয়ন প্রত্যাশীরা মনোনীত প্রার্থীকে সমর্থন জানিয়ে বিজয়ের লক্ষ্য কাজ করার ঘোষণা দেন। সালাউদ্দিন বাবু আরও বলেন, বিএনপির নেতা কর্মিরা ঘরে ঘরে গিয়ে ধানের শীষে ভোট চাইবেন।