বড়লেখা প্রতিনিধি :
মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে বিএনপির মনোনয়ন না পেলেও তৃণমূলের নেতাকর্মীদের অকৃত্রিম ভালোবাসা ও সমর্থনে সিক্ত শরিফুল হক সাজু। বুধবার দুপুরে শত শত মোটরসাইকেল নিয়ে বিশাল শোভাযাত্রায় তার প্রতি তৃণমূলের নেতাকর্মীদের ভালোবাসা ও ঐক্যের বহিঃপ্রকাশ ঘটে।
বিয়ানীবাজারের বারইগ্রাম আমির কমপ্লেক্স থেকে বিশাল মোটরসাইকেল র্যালি শুরু হয়ে জুড়ীর নাইট চৌমুহনীতে গিয়ে শেষ হয়। পুরো রাস্তাজুড়ে সাজুর পক্ষে ধানের শীষের শ্লোগানে মুখরিত ছিল আকাশ-বাতাস।
শোভাযাত্রায় বড়লেখা ও জুড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল ও অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন। তারা তৃণমূলের নেতা সাজু ভাই জনগণের প্রার্থী সাজু ভাই সহ নানা শ্লোগানে এলাকা প্রকম্পিত করে তোলেন।
নাইট চৌমুহনীতে আয়োজিত পথসভায় শরিফুল হক সাজু বলেন, জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় অর্জন। তৃণমূলের এই ভালোবাসা ও বিশ্বাসই আমার শক্তি। আমি দল ও জনগণের জন্য মাঠে থাকব, যতদিন জীবন আছে ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, বিএনপি জনগণের দল, আমরা সবাই আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে ঐক্যবদ্ধ আছি। আমাদের লক্ষ্য একটাই জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার করা।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা জানান, শরিফুল হক সাজুর প্রতি তৃণমূলের এই ভালোবাসা প্রমাণ করে তিনি কেবল একজন রাজনৈতিক নেতা নন, বরং মানুষের হৃদয়ের নেতা।
দিনভর শোভাযাত্রা ও পথসভাকে ঘিরে বড়লেখা-জুড়ী এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। সাধারণ মানুষও রাস্তায় দাঁড়িয়ে শোভাযাত্রা উপভোগ করেন এবং সাজুর প্রতি শুভেচ্ছা জানান।