বড়লেখা প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, কাতার বিএনপির সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক উপদেষ্টা শরিফুল হক সাজু টানা গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছেন।
বৃহস্পতিবার বাদ এশা ২নং পূর্ব জুড়ী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সোনারুপা পুচি ডিভিশনে অনুষ্ঠিত উঠান বৈঠকে শত শত চা শ্রমিকের উপস্থিতিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
স্থানীয় জনগণ, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে উঠান বৈঠকটি একসময় পরিণত হয় বিশাল জনসমাবেশে।
চা শ্রমিকদের উদ্দেশ্যে শরিফুল হক সাজু বলেন, চা শ্রমিকরা আমাদের দেশের অর্থনীতির প্রাণভোমরা। অথচ দুঃখের বিষয়, তারা এখনো ন্যায্য মজুরি পাচ্ছেন না। বর্তমানে ১৭০ টাকায় একজন শ্রমিকের সংসার চলে না এটা অন্যায় ও অমানবিক।
তিনি আরও বলেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, বিএনপি সরকার গঠন করলে চা শ্রমিকদের বেতন ও ভাতা কয়েকগুণ বৃদ্ধি করতে নীতি-সংগ্রাম চালিয়ে যাব। তাদের সন্তানদের শিক্ষা, স্বাস্থ্য ও বাসস্থানের উন্নয়ন নিশ্চিত করতে কাজ করব। মনোনয়ন না পেলেও আমি তাদের পাশে থাকব। তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব হবে। আমি সেই লক্ষ্যে কাজ করছি।
এসময় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল ও শ্রমিকদলের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, শরিফুল হক সাজু মাঠে নেমে চা শ্রমিকদের পাশে দাঁড়িয়ে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা জুড়ী-বড়লেখা অঞ্চলে নতুন আশার সঞ্চার করেছে।
চা শ্রমিক অর্জুন তুরিয়া বলেন, আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করি, কিন্তু ১৭০ টাকায় এখন কিছুই হয় না। বাজারে দাম সবকিছুর বেড়ে গেছে, সন্তানদের পড়াতে পারি না। বৃষ্টি-রোদ কিছুই দেখি না, প্রতিদিন পাতার ঝুড়ি নিয়ে মাঠে নামি। আমাদের মজুরি বাড়লে জীবন একটু সহজ হতো। আজ সাজু ভাই এসেছেন, আমাদের কথা শুনেছেন এইটাই অনেক বড় ব্যাপার। আমরা চাই উনি আমাদের হয়ে কথা বলুক সংসদে। আমাদের কথা কেউ শোনে না, কিন্তু আজ আমাদের পাশে দাঁড়িয়েছেন সাজু ভাই আমরা তার সঙ্গে আছি।