আজ ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৫ ইং

জমি নিয়ে বিরোধ, বাড়িতে ঢুকে বয়স্ক দম্পতিকে কুপিয়ে আহত

নিজস্ব প্রতিবেদক:

সুনামগঞ্জের তাহিরপুরে জমি নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে ঢুকে এক বয়স্ক দম্পতিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার বালিজুরি ইউনিয়নের আনোয়ারপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত দম্পতির নাম দুলা মিয়া ও আনোয়ারা বেগম – তাদের দুজনেরই বয়স ষাটের ওপর। বর্তমানে তারা তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় মঙ্গলবার সকালে দুলা মিয়া ও আনোয়ারা বেগম দম্পতির ছেলে সেরুজ্জামান (৩৯) বাদী হয়ে বজলু মিয়া (৪৫) নামে একজনকে প্রধান আসামি করে ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২/৩ জনকে আসামি করে তাহিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আনোয়ারপুর গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে দুলা মিয়ার সাথে তাঁর আপন ভাগ্না বজলু মিয়ার সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার আগে কয়েকবার জায়গাজমি নিয়ে দু’পক্ষের কথা কাটাকাটি হয়। ঘটনার দিন গত সোমবার দুপুরে দুলা মিয়ার ছেলেরা বাড়িতে না থাকায় হঠাৎ বিবাদীগণ লাঠিসোঁটা, লোহার রড  ও দেশীয় নানা অস্ত্রসস্ত্রসহ দুলা মিয়ার বসতঘরে হামলা ও ভাঙচুর চালায়। এতে বাধা দিলে প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে দুলা মিয়া ও তাঁর স্ত্রী আনোয়ারা বেগমকে বেধড়ক মারপিট করে গুরুত্বর জখম করে। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। বর্তমানে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আহত দম্পতির ছেলে সেরুজ্জামান জানায়, পূর্ব পরিকল্পিতভাবে বিবাদীগণ আমাদের বসতঘরে হামলা-ভাঙচুর করে ও আমার মা-বাবাকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মকভাবে জখম করে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

এ ঘটনার পর থেকে হামলাকারী বজলু মিয়া ও তাঁর লোকজন গা ঢাকা দিয়েছেন। তাই তাঁদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ প্রসঙ্গে জানতে চাইলে তাহিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ##

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ