আজ ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৫ ইং

কর্মীর দুর্ঘটনার খবর শুনে হাসপাতালে ছুটলেন শরিফুল হক সাজু

বড়লেখা প্রতিনিধিঃ

ফুলতলা ইউনিয়ন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও নিবেদিতপ্রাণ সংগঠক এম এ মহন দু’দিন আগে কাঠালতলীতে এক সড়ক দুর্ঘটনায় আহত হন।
দলীয় দায়িত্ব পালনের কারণে ঘটনাটির সময় ঢাকায় অবস্থান করছিলেন কাতার বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপদেষ্টা মৌলভীবাজার জেলা বিএনপি, এবং মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের মনোনয়নপ্রত্যাশী শরিফুল হক সাজু।

ঢাকায় গুরুত্বপূর্ণ দলীয় বৈঠক শেষে ফেরার পথে বিমানবন্দর থেকে সরাসরি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তিনি আহত যুবদল নেতা এম এ মহন ভাইকে দেখতে যান। তিনি চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

এসময় সাজু বলেন,

দলীয় দায়িত্ব যতই ব্যস্ততা আনুক, কর্মীর প্রতি দায়বদ্ধতা ও ভালোবাসা কখনও কমে না। এম এ মহন ভাই আমাদের সংগঠনের পরিশ্রমী সৈনিক। আল্লাহর কাছে দোয়া করি তিনি দ্রুত সম্পূর্ণ আরোগ্য লাভ করুন এবং আবারও মাঠে ফিরে আসুন।

তিনি আরও জানান, ঢাকা থেকে ফেরার আগেই তিনি মহন ভাইয়ের অবস্থার নিয়মিত খোঁজ নিচ্ছিলেন এবং আজ সরাসরি দেখা করে আশ্বস্ত হয়েছেন যে তিনি এখন মোটামুটি সুস্থ আছেন।

সাজু ভাইয়ের এই মানবিক পদক্ষেপ নেতাকর্মীদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। স্থানীয় যুবদল ও বিএনপি নেতারা জানান, “কর্মীদের সুখে–দুঃখে পাশে থাকার এমন উদাহরণই একজন প্রকৃত নেতার পরিচয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ