আজ ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৫ ইং

মনোনয়নপ্রত্যাশীদের মাঠে নামার আহ্বান – শরিফুল হক সাজু

বড়লেখা প্রতিনিধিঃ

মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী, কাতার বিএনপির সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক উপদেষ্টা শরিফুল হক সাজু বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কারের রূপরেখা ও প্রথম ১৮০ দিনের কর্মপরিকল্পনা দেশের ভবিষ্যৎ পরিবর্তনের নীলনকশা। এই কর্মসূচি জনগণের  ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।

তিনি বলেন, “এই দফাগুলোতে শুধু রাজনৈতিক পরিবর্তন নয়, সাধারণ মানুষের জীবনে সুখ, শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার রয়েছে। তাই দেশের প্রতিটি অঞ্চলে, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে, বিএনপির সকল মনোনয়নপ্রত্যাশী ও নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাই এই দফাগুলোর গুরুত্ব জনগণের মাঝে ছড়িয়ে দিন। এটি শুধু দলের কর্মসূচি নয়, এটি জাতির মুক্তির রূপরেখা।

শরিফুল হক সাজু আরও বলেন, আমরা যে বাংলাদেশ চাই, সেখানে আইনের শাসন, গণতন্ত্র, জবাবদিহিতা ও জনগণের অধিকার নিশ্চিত থাকবে। তারেক রহমানের রূপরেখা সেই স্বপ্ন বাস্তবায়নের পথ দেখিয়েছে।

তিনি বিশ্বাস প্রকাশ করেন যে, যদি বিএনপির প্রতিটি কর্মী ও নেতা এই ৩১ দফা ও ১৮০ দিনের কর্মপরিকল্পনাকে জনগণের সামনে তুলে ধরে, তাহলে জনগণ আবারও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধ হবে।”

শেষে তিনি সকল মনোনয়নপ্রত্যাশীদের উদ্দেশে বলেন, দল যাকে মনোনয়ন দিবে আমরা তার পক্ষেই কাজ করবো, এখন সময় মাঠে নামার, জনগণের দোরগোড়ায় যাওয়ার। আমাদের কথা, আমাদের প্রতিশ্রুতি, আমাদের লক্ষ্য সবকিছুই জনগণের কল্যাণে নিবেদিত।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ