আজ ১১ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে সেপ্টেম্বর, ২০২৫ ইং

নলডাঙ্গায় বালাইনাশক ব্যবসায়ী সংগঠনের মিলনমেলা অনুষ্ঠিত

ইউসুফ হোসেন, নাটোর:

“একতার বাঁধনে আমরা অদম্য, অটুট অগ্রগামী—মানসম্মত শস্যবীজ ও বালাইনাশক সরবরাহ আমাদের অঙ্গীকার” এই স্লোগানকে সামনে রেখে নাটোরের নলডাঙ্গা উপজেলা বালাইনাশক ব্যবসায়ী সংগঠনের ব্যবসায়ী মিলনমেলা অনুষ্ঠিত ও ৫টি ইউনিয়ন, পৌরসভা,গঠন ও উপজেলা কমিটি গঠনের আত্মপ্রকাশ করা হয়।

রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টায় নলডাঙ্গা কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে এ মিলনমেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানের সঞ্চালনা করেন নলডাঙ্গা বাজারের মেসার্স মুন্না এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মামুনুর রশিদ মামুন এবং সভাপতিত্ব করেন অধ্যাপক আনিছুর রহমান।
উক্ত মিলন মেলায় ৫টি ইউনিয়ন ও পৌর কমিটির সমন্বয়ে উপজেলা কমিটি গঠন করা হবে বলে বক্তারা উল্লেখ করেন।
বক্তারা বলেন, “কৃষক বাঁচলে দেশ বাঁচবে। তাই ন্যায্য মূল্যে ও মানসম্মত বালাইনাশক কৃষকের হাতে পৌঁছে দেওয়ার কোনো বিকল্প নেই।” তারা মানসম্মত বীজ ও বালাইনাশক সরবরাহে ব্যবসায়ীদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নলডাঙ্গা বাজারের বিশিষ্ট বালাইনাশক ব্যবসায়ী হাফিজুর রহমান,   ব্যবসায়ী তৌহিদুর রহমান, বজলুর রশিদ, জহির রায়হান, তুহিন,জামাল, পাপেলসহ এলাকার অন্যান্য বালাইনাশক ব্যবসায়ীরা।
এছাড়া নলডাঙ্গা উপজেলা ৫টি  ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত  বালাইনাশক ব্যবসায়ী মিলনমেলায় অংশ নেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ