সাভার প্রতিনিধি :
সাভারে হাত-পা বাঁধা অজ্ঞাত (৩০) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) বেলায়েত হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে রাতে উপজেলার ভাকুতা ইউনিয়নের বাহেরচর এলাকায় একটি বাউন্ডারির ভেতর থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ।
তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় নিশ্চিত করতে পারেনি দায়িত্বরত পুলিশের সদস্যরা ।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক( এসআই) বেলায়েত হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। অজ্ঞাত ওই যুবকের হাত-পা বাঁধা ছিল এবং তার নাম পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
এ ঘটনা সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান।