নিজস্ব প্রতিবেদক:
গত ২২ জুন ২০২৫ (শনিবার) মোঃ সাব্বির আহমেদ শাহীনকে আহ্বায়ক, মোঃ আব্দুল আলিম মোল্লাকে সদস্য সচিব করে ১৮ সদস্য বিশিষ্ট আগামী ৬ মাসের জন্য সাভার পৌর গণঅধিকার পরিষদের আহ্বায়ক কমিটির অনুমোদন দেয় ঢাকা জেলা গণঅধিকার পরিষদ।
নবনির্বাচিত কমিটির আহ্বায়ক- মোঃ সাব্বির আহমেদ শাহীন, সদস্য সচিব – মোঃ আব্দুল আলিম মোল্লা ঢাকা জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক – এডভোকেট শেখ শওকত হোসেন; সদস্য সচিব- নাসিরউদ্দিন পল্লব সহ ঢাকা জেলার সকল নেতাকর্মী ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
তার উপর অর্পিত দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারে এই জন্য দোয়া চেয়েছেন নবনির্বাচিত কমিটির আহ্বায়ক মোঃ সাব্বির আহমেদ শাহীন। সাভার উপজেলা, থানা ও পৌর কমিটি এবং সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি।
সদস্য সচিব- মোঃ আব্দুল আলিম মোল্লা বলেন, দেশ ও দশের স্বার্থে রাজনীতিতে নাম লিখিয়েছি। ক্ষমতা বা প্রভাব নয় বরং সাভারের জনগণের সুখে দুঃখে পাশে থাকার প্রতিশ্রুতি হিসেবে দ্বায়িত্ব বুঝে নিয়েছি।
জেলা কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, অন্যান্য ইউনিটের নেতাকর্মীদের সহযোগিতা, গণমাধ্যম ও প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেছেন নবনির্বাচিত কমিটির সদস্য সচিব- মোঃ আব্দুল আলিম মোল্লা।