আজ ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই ডিসেম্বর, ২০২৫ ইং

খোলাচোখ পত্রিকার বর্ষসেরা সংবাদ দাতা এ্যডওয়ার্ড পেলেন  মজিদ মল্লিক

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ প্রতিনিধি:

সময়ের সাহসী দৈনিক খোলাচোখ পত্রিকার ২০২৪ সালের বর্ষসেরা সাংবাদিক হিসেবে এ্যডওয়ার্ড পেয়েছেন নওগাঁ জেলা প্রতিনিধি সাংবাদিক আব্দুল মজিদ মল্লিক।

২৭ শে ফেব্রয়ারী সন্ধ্যায় ঢাকা মিরপুর-২ মক্কা টাওয়ারে সময়ের সাহসী দৈনিক খোলাচোখ পরিবারের আয়োজনে ৬র্ষ্ঠ বছরে পদার্পণ ও প্রতিনিধি সম্মেলনে অনুষ্ঠিত জেলা ও উপজেলা প্রতিনিধি সম্মেলন ২০২৪ বর্ষসেরা শ্রেষ্ঠ প্রতিনিধি নির্বাচিত হয়েছে তিনি।

অনুষ্ঠানে দৈনিক খোলাচোখ পত্রিকার সম্পাদক জনাব মাহবুব আহাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক সমকাল পত্রিকার উপদেষ্টা সম্পাদক, লেখক বীর মুক্তিযোদ্ধা জনাব আবু সাইদ খান, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুলিশের ঢাকা বিভাগের ডিআইজি প্রিজন্স, জনাব মো: জাহাঙ্গীর কবির, সমাজ সেবক ও রাজনৈতিক নেতা নাজমুল হাসান তালুকদার (সিআইপি)।

প্রতিনিধি সম্মেলনে দৈনিক খোলাচোখ পরিবারের সদস্য,স্টাফ রিপোর্টার ও বিভিন্ন জেলায় কর্মরত জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধিসহ স্থানীয় সাংবাদিক সাংস্কৃতিক ব্যক্তিবর্গের উপস্থিতিতে বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে এ প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে ২০২৪ সনের দেশ সেরা সংবাদ দাতা হিসেবে দৈনিক খোলাচোখ পরিবারের পক্ষথেকে নওগাঁ জেলা প্রতিনিধি আব্দুল মজিদ মল্লিককে অনুষ্ঠানের সভাপতি, প্রধান অতিথি ও সম্মানিত অতিথির হাত দিয়ে এ্যডওয়ার্ড প্রদান করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ