আজ ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে জানুয়ারি, ২০২৬ ইং

নলডাঙ্গা পৌর মেয়র  মনিরের মৃত্যু

নলডাঙ্গা প্রতিনিধি :

নাটোরের নলডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামীলীগের সেক্রেটারী মনিরুজ্জামান মনির (৩৫) মৃত্যু বরণ করেছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারী -২০২৬) সন্ধ্যায় সাবেক মেয়র মনিরুজ্জামান মনিরের মৃত দেহ নলডাঙ্গা উপজেলার ডাকাতিয়া ভিটা (ছাতারভাগ) গ্রামে নিজ বাসভবনে নেওয়া হয়েছে।

পারিবারিক ও বিভিন্ন সূত্রে জানা যায়, মনিরুজ্জামান মনির একাধিক মামলায় অভিযুক্ত হওয়ায়, গ্রেফতার এড়াতে পাশ্ববর্তী জেলা নওগাঁর আত্রাই উপজেলায় বোনের বাড়িতে অবস্থান করছিলেন। তিনি আজ মঙ্গলবার বিকেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে ইন্তেকাল করেন। মেয়র মনিরুজ্জামান মনির স্ত্রী ও এক কন্যা সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ