মো: ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :
উৎসবমুখর পরিবেশে গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ১নং ওয়ার্ডের দক্ষিণ শিমুলতলী গ্রামবাসীর উদ্যোগে সরস্বতী পূজা সম্পন্ন হয়েছে।
বিদ্যা সুর ও সংস্কৃতি দেবী শুভ্রবসনা বীণাধৃত পদ্মারোগে রঞ্জিতা রাজহংসবাহনা বিদ্যার দেবীর আরাধনায় হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় এ উৎসবে অগণিত ভক্ত বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর পাদপদ্মে প্রণতি জানিয়েছেন তারা। শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ৭ ঘটিকায় প্রতিমা স্থাপনের মধ্য দিয়ে শুরু হয়ে পূজারম্ভ, পুষ্পাঞ্জলি অর্পণ এবং বিকেলে প্রসাদ বিতরণ শেষে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ। এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিদ্যা দেবীর আরাধনার ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন।
পূজায় দেশের সব বিদ্যার্থীর সুস্থতা কামনা এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করে আরতির মধ্য দিয়ে পূজার আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।