নিজস্ব প্রতিবেদক:
ঢাকার ধামরাইয়ে খড়ারচর এলাকায় স্থানীয় ফাতিমাতুজ জাহরা জামে মসজিদের জমি দখলে অভিযোগ ওঠেছে কয়েক জন অভিযুক্তের বিরুদ্ধে। তবে এনিয়ে আদালতে মামলা চলমান থাকলেও অভিযুক্তরা বল প্রয়োগ করে জমিতে মাটি ও বালু ফেলে দখল করছে।
শুক্রবার ধামরাই থানার উপপরিদর্শক(এসআই) কাজী রেজাউল হক ঘটনাস্থল পরিদর্শন করে এবং অভিযোগের সত্যতা নিশ্চিত করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রোয়াইল ইউনিয়নের খড়ারচর এলাকায় ফাতিমাতুজ জাহরা জামে মসজিদের জমি নিয়ে বিবাদী মোহাম্মদ আলী(৫২), আব্দুর রশিদ (৫৬), নবু মোল্লাসহ (৫২) কয়েক জনের সঙ্গে আদালতে মামলা চলমান রয়েছে। সেই মামলায় আদালত সকলকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন। কিন্তু আদালতের আদেশ অমান্য করে মোহাম্মদ আলী গং বাহিনী পেশি শক্তির মাধ্যমে রোববার (১৮ জানুয়ারি) ভোরে মসজিদের জমিতে জোরপূর্বক মাটি ও বালু ফেলে। এসময় মসজিদের একটি পানির মটর চুরির ঘটনাও ঘটে। এঘটনায় মসজিদ কর্তৃপক্ষ প্রতিবাদ জানালে বিবাদী মোহাম্মদ আলী গং’রা বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে। পরে মসজিদ কর্তৃপক্ষ ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ দেন।
ফাতিমাতুজ জাহরা জামে মসজিদের সভাপতি মাসুদুর রহমান পিন্টু বলেন, আমাদের সঙ্গে মোহাম্মদ আলীদের জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। সেখানে আদালত শান্তি শৃঙ্খলা বজায় রেখে অবস্থান করতে বলে। কিন্তু মোহাম্মদ আলী বাহিনী রাতের আধারে মসজিদের জমিতে মাটি ও বালু ফেলে দখল করেছে। এতে আমরা বাঁধা দিতে গেলে বিবাদীরা বিভিন্ন হুমকি দিচ্ছে বলে জানান তিনি।
এঘটনায় অভিযুক্ত মোহাম্মদ আলীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেনি।
ধামরাই থানার উপপরিদর্শক(এসআই) কাজী রেজাউল হক বলেন, মসজিদ কমিটির অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পূর্বে থেকে অভিযুক্তদের সঙ্গে মামলা চলমান রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।