আজ ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে জানুয়ারি, ২০২৬ ইং

মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া

মোঃ ফিরোজ আহম্মেদ
নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন ও আপসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
(১৯ জানুয়ারি) সন্ধ্যায় দীঘা সালাম মন্ডলের উঠোনে আহসানগঞ্জ ইউনিয়ন বিএনপির আয়োজনে আহসানগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম মুঞ্জুরুল আলমের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন রকেটের সঞ্চারনায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ-৬(আত্রাই রাণীনগর)আসেনর বিএনপির মনোনীত প্রার্থী এস এম রেজাউল ইসলাম রেজু।

সভায় আরো উপস্থিত ছিলেন, যুবদলের সিনিয়র আহ্বায়ক মো খোরশেদ আলম,
যুগ্ম আহ্বায়ক পারভেজ ইকবাল,আশরাফুল ইসলাম লিটন,
কৃষক দলের সাধারণ সম্পাদক কে এম আয়ূব আলী,৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো.আব্দুল জলিল সহ ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা তাঁদের বক্তব্যে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা এবং কল্যাণ কামনায় দোয়ার আহ্বান জানান।

দোয়া অনুষ্ঠানে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা শেষে খাবার বিতরণ করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ