আজ ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই জানুয়ারি, ২০২৬ ইং

আমার স্কুল ক্রীড়া চক্র ডে-নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল 

নিজস্ব প্রতিবেদক:

আমার স্কুল ক্রীড়া চক্র ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল খেলায় উত্তেজনাপূর্ণ লড়াইয়ে শাহিন এফসি সিরাজগঞ্জকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি জিতে নিয়েছে পলাশবাড়ী উদয়ন সংঘ।

৩২টি দল নিয়ে শুরু হওয়া এ টুর্নামেন্টে ধারাবাহিক নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে ৩০টি দলকে পেছনে ফেলে ফাইনালে ওঠার গৌরব অর্জন করে পলাশবাড়ী উদয়ন সংঘ ও শাহিন এফসি সিরাজগঞ্জ। ফাইনাল ম্যাচে দুই দলের মধ্যেই ছিল জমজমাট প্রতিদ্বন্দ্বিতা। নির্ধারিত সময়ে পলাশবাড়ী উদয়ন সংঘ ২-১ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে শিরোপা নিজেদের করে নেয়।

টুর্নামেন্টের প্রধান পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ শাহাদাত হোসেন। খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ ও সচেতন প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।

ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আলমাস হোসেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এমন টুর্নামেন্ট নিয়মিত আয়োজনের আহ্বান জানান তারা। আশুলিয়ার আলোচিত এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখতে প্রায় ১০ হাজার দর্শক উপস্থিত ছিল।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ