আজ ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই জানুয়ারি, ২০২৬ ইং

আত্রাইয়ে পল্লী বিদ্যুত অফিসের উদ্যোগে দুস্থদের মাঝে কম্বল বিতরণ

মোঃ ফিরোজ আহমেদ,
নওগাঁ প্রতিনিধি:

আত্রাইয়ে দুস্থদের মাঝে পল্লী বিদ্যুতের কম্বল বিতরণ
নওগাঁর আত্রাইয়ে দু:স্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ৬ জানুয়ারি সকাল ৯টায় আত্রাই পল্লী বিদ্যুত অফিসে শীতের কষ্ট লাঘব করতে ত্রিশ শীতার্তকে কম্বল দেওয়া হয়।

কয়েক দিন ধরে উত্তর জনপদে জেঁকে বসেছে হাড়কাঁপানো শীত। সেইসাথে শুরু হয়েছে শৈত্য প্রবাহ। যেকারনে ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে স্বল্প, খেটে-খাওয়া ও অসহায় মানুষের জীবন যাপন। এমন পরিস্থিতিতে নওগাঁর আত্রাইয়ে অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ালেন আত্রাই পল্লী বিদ্যুৎ সমিতি। প্রাথমিক পর্যায়ে ৩০ পিস উন্নত মানের কম্বল বিতরণ করা হয়েছে। এমন হাড় কাঁপানো শীতে হাতে গরম কাপড় পেয়ে অসহায় মানুষদের মুখে হাসির ঝিলিকের পাশাপাশি আবেগাপ্লুত হয়ে পড়তে দেখা যায়।

শীতবস্ত্র বিতরণকালে আত্রাই পল্লী বিদ্যুত সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) জসিম উদ্দিন বলেন, তীব্র শীতে সাধারণ মানুষের কষ্ট আমরা অনুভব করছি। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা সমাজের অসহায় মানুষের সামান্ন উপকারে আসলে ভালো লাগবে। এই হাড়কাঁপানো শীতে কেউ যেন কষ্টের শিকার না হয়, সেজন্য আমরা সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ সময় সমাজের সামর্থবান মানুষদের নিজ নিজ অবস্থান থেকে এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি।

শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন সহকারী জেনারেল ম্যানেজার (ওএন্ডএম) রাজু হাসান, এনকোর্সমেন্ট কো-অডিনেটর তাজবীর হোসাইন, জুনিয়র ইঞ্জিনিয়ার উমেদ আলী ও বিপ্লব কুমার পাইন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ