মুশফিক হাওলাদার, লালমোহন প্রতিনিধি:
ভোলার লালমোহনে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় লালমোহন উপজেলা বিএনপির দলীয় কার্যালয় আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস), লালমোহন উপজেলার সভাপতি মুহাম্মদ আজাদুর রহমানের সভাপতিত্বে ও রামগঞ্জ ইউনিয়ন জাসাস’র সভাপতি মুহাম্মদ জুবায়ের আহমেদ সিহাবের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রধান করেন,লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মুহাম্মদ জাফর ইকবাল, প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রধান করেন, সাধারণ সম্পাদক মুহাম্মদ শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রধান করেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. হাবিবুর রহমান বাচ্চু,উপজেলা যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদার, ধলীগৌরনগর পশ্চিম (জাসাস)’র সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক অধ্যক্ষ মুহাম্মদ ফরিদ উদ্দিন, মুহাম্মদ শফিউল্লাহ হাওলাদার, ফয়সাল তালুকদার, পৌর বিএনপির সভাপতি সাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মুহাম্মদ রেজাউর রহমান শাহীনসহ উপজেলা ও পৌরসভা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও জাসাস’র উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।