লালমোহন প্রতিনিধি:
ভোলার লালমোহনে পূর্ব শত্রুতার জের ধরে বাড়ির বাউন্ডারিতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানাযায়, লালমোহন উপজেলার চরভুতা ৯ নং ওয়ার্ড একুব মুন্সি বাড়ির মো. মহিউদ্দিনের সাথে তার সহদর ভাই শাহে আলম,আবুল কালমের সাথে দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। তারই ধারাবাহিকতায় গত ১৯ ডিসেম্বর শুক্রবার রাত আনুমানিক ৯ ঘটিকার সময় এ আগুন দেওয়ার ঘটনা ঘটে।
মহিউদ্দিন আরও অভিযোগ করে জানান, তার ওয়ারিশি ও খরিদা সম্পত্তি শাহে আলম ও আবুল কালাম উভয় পিতা মৃত গোলাম রসুল এরা তার দখলিয় সম্পত্তি নিয়ে ঝামেলা করে আসছে এ ব্যাপার বিচার ফয়সালা হওয়ার কথা বললে তারা বিচার ফয়সালা না মেনে কয়েক বার মহিউদ্দিন মিয়ার বাড়িতে ঢুকে ঘর দরজা কুপিয় তাকে ও তার পরিবারের লোকজনকে মারপিট করে। শাহে আলম গংরা তার কোনো রকম ক্ষতি করতে না পেরে এখন আবার তার বাড়ি ঘর পুরিয়ে দিতে এ আগুন দেওয়ার ঘটনা ঘটায় বলে জানান ভোক্তভূগী মহিউদ্দিন মিয়া। এবং মহিউদ্দিন মিয়া তার জমিতে ডাল চাষ করে সেখানে গেলে তাকে
মারপিট সহ জীবন নাশের হুমকি দিয় লোক মুখে জানান তিনি।
এঘটনায় অভিযুক্ত আবুল কালাম জানান,আমি গত এক দেড় মাস ধরে চট্রগ্রাম আছি, এ ব্যাপারে আমি কছু জানিনা।
ভোক্তভূগী মহিউদ্দিন মিয়া ও তার পরিবার এ ঘটনায় ন্যায় বিচার দাবি করেন।