আজ ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই ডিসেম্বর, ২০২৫ ইং

নলডাঙ্গা থানার নতুন ওসি  সাকিউল আযম 

নলডাঙ্গা প্রতিনিধি :

নাটোর জেলার নলডাঙ্গা থানার নতুন অফিসার ইনচার্জ ( ওসি ) হিসেবে যোগদান করেছেন, পুলিশ পরিদর্শক সাকিউল আযম।

বুধবার রাতে নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে থানায় এক সৌজন্য সাক্ষাৎ করেন ওসি সাকিউল আযম। তিনি বলেন, আমি গত ৮ ডিসেম্বর -২০২৫ তারিখ অপরাহ্নে অত্র থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছি। তিনি আরো বলেন, আমার উপর অর্পিত দায়িত্ব, আমি যেন সঠিক ভাবে পালন করতে পারি। সে জন্য তিনি সকলের নিকট দোয়া ও সহযোগিতা চেয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন, নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি দৈনিক ইনকিলাবের নলডাঙ্গা উপজেলা সংবাদদাতা এম জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও দৈনিক শ্যামবাজার পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক ইউসুফ হোসেন জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভির নলডাঙ্গা প্রতিনিধি সাংবাদিক রাসেল শেখ, সাংগঠনিক সম্পাদক ও ভোরের বাংলা নিউজের নলডাঙ্গা প্রতিনিধি রবিউল ইসলাম প্রমূখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ