আজ ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই ডিসেম্বর, ২০২৫ ইং

বকেয়া বেতনের দাবিতে আশুলিয়ায় নাসা গ্রুপের শ্রমিকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:

বকেয়া বেতন ও পাওনাদি পরিশোধের দাবিতে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় বাইপাইল–আব্দুল্লাহপুর মহাসড়কে মানববন্ধনে করেছে নাসা গ্রুপের প্রায় ১২০ জন শ্রমিক। মঙ্গলবার সকাল ৯টা থেকে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শ্রমিকরা জানান, ২৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে কোনো সতর্কতা বা পূর্বঘোষণা ছাড়াই নাসা গ্রুপের কারখানা হঠাৎ করে বন্ধ ঘোষণা করা হয়। অথচ তখনো তাদের বেশ কয়েক মাসের বেতন, গ্র্যাচুইটি, ওভারটাইমসহ বিভিন্ন পাওনা পরিশোধ বাকি ছিল।

মানববন্ধনে অংশ নেওয়া শ্রমিক বশির আহমেদ আক্ষেপ করে বলেন, বিজিএমইএ, সেনাবাহিনী ও শ্রম মন্ত্রণালয়ের প্রতিনিধিরা প্রতিশ্রুতি দিয়েছিলেন ৩০ নভেম্বরের মধ্যে সব পাওনা পরিশোধ হবে। কিন্তু আমরা পেয়েছি মাত্র ২৫%। বাকিটা পাওয়ার আশা এখন পানিতে ভাসছে।

আরেক শ্রমিক শেফালী আক্তার বলেন, টাকা না থাকায় বাসা ভাড়া দিতে পারছি না। বাচ্চার স্কুল ফি বাকি। বাজার করার টাকাও নেই। আমরা কি মরার জন্য কাজ করি ?

এসময় শ্রমিকরা দ্রুততম সময়ে শতভাগ পাওনা পরিশোধের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের ঘোষণাও দেন তারা।

মানববন্ধন চলাকালে শিল্প পুলিশের সদস্যদের ঘটনাস্থলে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

এ বিষয়ে নাসা গ্রুপের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ