আজ ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই ডিসেম্বর, ২০২৫ ইং

কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭৫ টি কক্ষ ভস্মীভূত

মো: ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার চান্দরা পল্লীবিদ্যুৎ দিঘিরপাড় এলাকায় তিনটি টিনশেড কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৭৫ টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার সকালে (১ ডিসেম্বর) দিঘিরপাড় এলাকার সাবেক শিক্ষা কর্মকর্তা শাহাবুদ্দিন এবং শাহাজাদার কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা  ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে অধিকাংশ শ্রমিক ও বাসিন্দা কর্মস্থলে যাওয়ার পর হঠাৎ একটি কক্ষে বিকট শব্দ শোনা যায়। কয়েক মিনিটের মধ্যেই আগুনের লেলিহান শিখা তিনটি কলোনিতেই দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন দেখে আশপাশের লোকজন ছুটে এসে পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনের তীব্রতায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

পরে খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

অগ্নিকাণ্ডের স্থান পরিদর্শন করতে আসেন কালিয়াকৈর পৌর বিএনপি’র আহ্বায়ক মাহমুদুর সরকার, বিএনপি নেতা সৈয়দ আলী মাতাব্বর এবং আজিজুল ইসলাম। এছাড়াও বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে কালিয়াকৈর পৌর জামাতের ওলামা এবং মিডিয়া সম্পাদক মুস্তফা কামাল সহ বিভিন্ন নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারদের জন্য বিকালের মধ্যেই শুকনো খাবারের ব্যবস্থা করবে বলে আশ্বাস প্রদান করেন।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। আগুনের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে অগ্নিকাণ্ডে কেউ হতাহত না হলেও বড় ধরনের আর্থিক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ চলছে’।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ