আবু জাহান তালুকদার, তাহিরপুরঃ
মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে নির্বাচনী এলাকা সুনামগঞ্জ-১ আসনে বিক্ষোভ অব্যাহত রেখেছে মনোনয়ন বঞ্চিত নেতা কামরুজ্জামান কামরুলের অনুসারীরা।
সোমবার বিকালে তাহিরপুর উপজেলা সদর বাজারে এ বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়। শুরুতে উপজেলার বিভিন্ন গ্রাম ও ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে আসে বিএনপির নেতাকর্মীদের একাংশ।
পরে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বল এর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল তাহিরপুর উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে তাহিরপুর শহীদ মিনার প্রাঙ্গনে এসে এক পথসভায় মিলিত হয়।
সভায় সুনামগঞ্জ-১ আসনে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বক্তব্য রাখেন বড়দল দক্ষিন ইউনিয়ন বিএনপির সভাপতি আশারাফুল আলম, তাহিরপুর সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাইদুল কিবরিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আবেদীন, উপজেলা ছাত্রদলের সভাপতি আবুল হাসান রাসেল, সাধারণ সম্পাদক এসএম মুন্না, ইউপি সদস্য তোজাম্মিল হক নাসরুম, জুয়েল মিয়া, কৃষক বশির আহমেদ প্রমুখ। ##