আজ ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৫ ইং

এনসিপির লালমোহন উপজেলা সমন্বয় কমিটি গঠন

মো. মুশফিক হাওলাদার লালমোহন  প্রতিনিধি:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) লালমোহন উপজেলা ( ভোলা) সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।

সোমবার ( ২৭ অক্টোবর) রাতে দলটির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আখতার হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

কমিটির প্রধান সমন্বয়কারী করা হয়েছে অধ্যক্ষ শাহ গোলাম মাওলানা।

এ ছাড়া যুগ্ম সমন্বয়কারী হয়েছেন,এস এম আমিনুল ইসলাম মিশু,আমজাদ হোসেন খাঁন,আহসান উল্লাহ সেলিম, অধ্যাপক কাজী মো. মহিবুল্লাহ মহিববুল্লাহ,মো. সামছুল আলম দুলাল,মোশারফ হোসেন ফরহাদ,নাছিমা বেগম,
মো. ছানাউল্ল্যাহ,জাকির হোসেন জুয়েল

এছাড়াও ৩১ সদস্যের এই কমিটিতে মো. নুরে আলম সিরাজ,মো. মনির,
মো. লোকমান পাটোয়ারী,
মো. নুরে আলম,
প্রভাষক অরুফ কুমার দাস,
মো. হোসেন মেলেটারি,
মাও. মিজানুর রহমান,
মো. মাকসুদুর রহমান,
মো. কাঞ্চন সরদার,
মো. সিরাজ মিয়া,
আব্দুল কাদের মেম্বার,
এমরান হোসেন অভি,
প্রভাষক মো. কামরুল ইসলাম,
মো. কামাল,মো. হারুন-অর-রশিদ,
মো. সিরাজ,
মো. আবু সাঈদ,
ফারজানা আক্তার বিথী,
মো. শরিফ,
মো. নাজিম উদ্দিন নয়ন,
মো. ইব্রাহিম খলিলকে সদস্য করা হয়েছে । আহ্বায়ক কমিটি গঠন না করা পর্যন্ত আগামী তিন মাস এই কমিটি দায়িত্ব পালন করবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ