জাহাঙ্গীর আলম ,বড়লেখা প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখায় বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সাইদুল ইসলাম। শনিবার (৫ অক্টোবর) রাত ৮ ঘটিকার সময় সাইদুল ইসলামের কারামুক্তি উপলক্ষে শুকরানা সমাবেশ ও বাংলাদেশ জামায়াত ইসলামীতে যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পৌর ১ নং ওয়ার্ড জামায়াত ইসলামীর সভাপতি আব্দুল লতিফের সভাপতিত্বে ও পৌর জামায়াত ইসলামীর সেক্রেটারি আব্দুস সামাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা জামায়াত ইসলামীর ভারপ্রাপ্ত আমির মাওলানা ইসলাম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াত ইসলামীর নায়েবে আমীর ফয়ছল আহমদ, আব্দুল্লাহ আল মাহফুজ সুমন , ৫ নং দক্ষিন শাহবাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল জব্বার, বৃহত্তর গাজিটেকা ৭ মৌজার সভাপতি হাজী শরিফ উদ্দিন, প্রবীণ মুরব্বী মখলিছুর রহমান, হাজীগঞ্জ বাজারের সাবেক সেক্রেটারি গুলজার আহমদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা আব্দুস শুক্কুর, ১ নং বর্ণি ইউনিয়ন জামায়াত ইসলামীর সেক্রেটারি ইউপি সদস্য আলিম উদ্দিন, পৌর ৯ নং ওয়ার্ড জামায়াত ইসলামীর সভাপতি কবির আহমদ, ৩ নং ওয়ার্ড জামায়াত ইসলামীর সভাপতি ইসমাইল হোসেন, পৌর ২ নং ওয়ার্ড জামায়াত ইসলামীর, সভাপতি শাহিদুর রহমান শামীম পৌর ১ নং ওয়ার্ড জামায়াত ইসলামীর সেক্রেটারি এমাদ উদ্দিন, পৌর ৭ নং ওয়ার্ড জামায়াত ইসলামীর সভাপতি এমাদ উদ্দিন, সমাজসেবক ফয়জুর রহমান সহ জামায়াত ইসলামীর বড়লেখা উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তব্যকালে প্রধান অতিথি বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী এমন একটি সংগঠন, যা কুরআন ও সুন্নাহর ভিত্তিতে ন্যায়ের সমাজ গঠনে কাজ করছে। সাইদুল ইসলামের মতো যোগ্য নেতৃত্ব আমাদের আন্দোলনে নতুন উদ্দীপনা যোগ করবে।
বিশেষ অতিথির বলেন, আজকের এই যোগদান শুধু ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, এটি ইসলামি আন্দোলনের প্রতি জনগণের আস্থার প্রতিফলন। আমরা বিশ্বাস করি, তিনি সমাজে ইসলামী মূল্যবোধ ছড়িয়ে দেবেন।
উনারা আরো বলেন, আমরা তাকে আন্তরিকভাবে স্বাগত জানাই। আমাদের প্রত্যাশা তিনি ইসলামী রাজনীতিকে নতুনভাবে জনগণের মাঝে তুলে ধরবেন, বিশেষ করে তরুণ সমাজের মাঝে দাওয়াতের চেতনা ছড়িয়ে দেবেন। আজকের এই যোগদানের মাধ্যমে বড়লেখায় জামায়াতে ইসলামী আরও ঐক্যবদ্ধ ও কর্মমুখর হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।”
সাইদুল ইসলাম বক্তব্যকালে বলেন, আমি অনেকদিন ধরেই ভাবছিলাম সমাজে যে অন্যায়, অবিচার, দুর্নীতি আর অনৈতিকতা বাড়ছে, সেগুলোর বিরুদ্ধে আমাদের সবাইকে কিছু করতে হবে। আমি মনে করি, ইসলামই পারে দেশ ও জাতিকে প্রকৃত অর্থে উন্নতির পথে নিয়ে যেতে। তাই আমি নিজের সামর্থ্য অনুযায়ী জামায়াতে ইসলামী’র প্ল্যাটফর্ম থেকে ইসলাম ও দেশের সেবায় কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
আমি বিশ্বাস করি, ইসলামী জীবনব্যবস্থার মাধ্যমেই একটি ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ সমাজ গড়া সম্ভব। এই বিশ্বাস থেকেই আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছি।