জিয়াউল কবীর স্বপন:
রাজশাহী নগরীর ঝুঁকিপূর্ণ বসতি এলাকায় পরিবেশগত স্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং আচরণগত পরিবর্তনকে উৎসাহিত করার লক্ষ্যে ক্লাইমেট ব্রিজ ফান্ড এর অর্থায়নে এবং ডাসকো ফাউন্ডেশনের বাস্তবায়নে পরিচালিত “আরবান রি-জেন প্রকল্পের” আওতায় মোট ৬১০ পরিবারের মাঝে গৃহস্থালী ডাস্টবিন বিতরণ করা হয়েছে। এর মধ্যে চর কাজলা ফুলতলা বসতির ৩১০ পরিবার, বাস্তুহারা ১০০ পরিবার রাজশাহীর কোর্ট স্টেশন রেল লাইন সাইড’র বসতিতে ২০০ পরিবার সরাসরি এ কার্যক্রমের সুবিধাভোগীদের হয়েছে।
ডাস্টবিন বিতরণ অনুষ্ঠানটি মংগলবার সকাল ১১.০০ টায় রাজশাহী নগরীর ২৮ নং ওয়ার্ড চর কাজলা এলাকায় অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন- জনাব মোঃ আকরামুল হক, প্রধান নির্বাহী কর্মকর্তা, ডাসকো ফাউন্ডেশন, জনাব মাহবুবুর রহমান, গবেষণা কর্মকর্তা, রাজশাহী সিটি কর্পোরেশন ও প্রকল্প ফোকাল, জনাব মোঃ ইদ্রিস আলী, সচিব, ২৮ নং ওয়ার্ড কাউন্সিলর অফিস, জনাব মোঃ ইউসুফ আলী, প্রকল্প ব্যবস্থাপক, আরবান রি-জেন প্রকল্প, প্রকল্পের হিসাব কর্মকর্তা ও ফিল্ড ইঞ্জিনিয়ার, কমিউনিটি মোবিলাইজার, কমিউনিটি হেলথ ভলান্টিয়ার ও উপকারভোগীগণ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নগর জীবনে সঠিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা শুধু পরিচ্ছন্নতা নয়, বরং নাগরিকদের সুস্বাস্থ্য রক্ষার জন্য অপরিহার্য। এজন্য প্রতিটি পরিবারের মাঝে বিতরণকৃত ডাস্টবিনের যথাযথ ব্যবহার ও পরিচর্যা করা জরুরি। পাশাপাশি নাগরিকদের দৈনন্দিন জীবনে পরিচ্ছন্নতা চর্চাকে অভ্যাসে পরিণত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
রাজশাহী সিটি কর্পোরেশনের গবেষণা কর্মকর্তা ও প্রকল্প ফোকাল জনাব মাহবুবুর রহমান ডাসকো ফাউন্ডেশনের বা¯তবায়ন কার্যক্রমের প্রশংসা করেন এবং বলেন, “এই উদ্যোগ রাজশাহীর নগর বিশেষ সম্প্রদায় দায়কে পরিচ্ছন্ন ও টেকসই নগর গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। রাজশাহী সিটি কর্পোরেশন সর্বদা এ ধরনের কার্যক্রমে সহযোগিতা করবে।”
ডাসকো ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আকরামুল হক বলেন,“ক্লাইমেট ব্রিজ ফান্ডের আর্থিক সহায়তায় বাস্তবায়িত এ প্রকল্প শুধুমাত্র পরিচ্ছন্নতার চর্চা নয়, বরং জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় নগর সম্প্রদায়কে পরিবেশ পর্যায়ে শক্তিশালী করে তুলছে।”
প্রকল্প ব্যবস্থাপক মোঃ ইউসুফ আলী তাঁর বক্তব্যে বলেন, “ডাস্টবিন বিতরণ কার্যক্রম নগরীর ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মাঝে সচেতনতা বৃদ্ধি ও আচরণগত পরিবর্তনের সূচনা করেছে। আমরা বিশ্বাস করি, এটি দীর্ঘমেয়াদে একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও জলবায়ু সহনশীল নগর গড়ে তুলতে সহায়ক হবে।”
ডাসকো ফাউন্ডেশন আশাবাদী, ক্লাইমেট ব্রিজ ফান্ডের সহযোগিতায় এ উদ্যোগ আগামীতে নগর দরিদ্র মানুষের সক্ষমতা বৃদ্ধিতে আরও ইতিবাচক প্রভাব ফেলবে বলে তাদের বিশ্বাস বলে জানান।