নিজস্ব প্রতিবেক :
পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম সজিব(৩০)এর নামে বিভিন্ন মামলা এবং অনৈতিক কাজের অভিযোগ রয়েছে। যা বর্তমান সরকারের প্রশাসন খুবই ততপর।তাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে তার পরিবারকে এবং ঘনিষ্ট আত্মীয় স্বজনকে হুমকি এবং ভয়ভীতি দেয়া হচ্ছে। জানাযায়, গত ৯সেপ্টেম্বর তার মামা মোঃ নূর আমিনকে থানার দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা ডেকে আনেন এবং তার সম্পর্কে জানতে চান।তার পরিবার এবং আমিনুল যুক্তরাজ্য এর কোথার অবস্থান করছেন। তবে নুর আমিন কোন তথ্য না দেয়ায় তার সাথে তর্কে জারান বিএনপি নেতা রুহুল আমিন দুলাল এবং মারধর করার চেষ্টা করেন। সেখানে একটি বিশৃংক্ষলা তৈরি হলে পুলিশ তাদেরকে প্রতেকের বাড়ি চলে যেতে বলেন।আমিনুল এর বিরুদ্ধে অনেক অভিযোগ আছে বলে দাবি করেন বিএনপি – জামাত নেতাকর্মিরা। অবৈধ জমি দখল,সরকারি সম্পত্তি আত্মসাৎ ও ততকালিন বিরোধী নেতাকর্মিদের মারদরের অভিযোগ রয়েছে। জানাযায়,আমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন। তবে তার বাবা ভাই সহ পরিবারের সকলে পলাতক রয়েছেন।আমিনুল ইসলাম ততকালিন আওয়ামী লীগ সরকারের একজন প্রভাবশালী ছাত্র লীগ নেতা ছিলেন এবং তার বাবা কামাল একজন ব্যবসায়ী এবং মঠবাড়িয়া আওয়ামী লীগ এর সহ সভাপতি কামাল উদ্দিন। আমিনুল বিভিন্ন পদে ছিলেন বলে আমরা জানতে পারি এবং তার সাথে উচ্চপর্যায়ের নেতাদের এবং মন্ত্রীদের সাথে পরিচয় ছিলো সেই সুবাদে মঠবাড়িয়ায় অপকর্মের রাজ্য তৈরি করেছিলেন বলে জামাত নেতা মোঃ আফজান হোসেন দাবি করেন। এই বিষয়ে এলাকাবাসীর সাথে কথা বলতে চাইলে তারা অস্বীকৃতি জানান।