আজ ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৪ ইং

লালমনিরহাটে লক ডাউন মানছেনা প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলো

রনজিৎ কুমার রায়, লালমনিরহাট:

 

করোনা সংক্রমণ ঠেকাতে অতি সতর্কতা হিসেবে সারাদেশে ‘লক ডাউন’ ঘোষণা করা হলেও মানছেনা প্রত্যন্ত অঞ্চলের অসচেতন মানুষগুলো। যেনো ঈদের ছুটি কাটাচ্ছেন তারা। দলবেধে প্রয়োজন ছাড়া ঘোরাঘুরি করছেন অনেকেই, পরছে না মাস্ক, হাতে নেই গ্লোবস। এমন একটি চিত্র দেখা গেছে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কয়েকটি বাজারে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল থেকে লালমনিরহাটের প্রধান প্রধান এলাকা গুলো ঘুরে দেখা গেছে খুব জরুরী প্রয়োজন ছাড়া মানুষ বাড়ির বাইরে বেরোচ্ছেন না।

এদিকে লালমনিরহাটের সদর উপজেলার প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত মোগলহাট ইউনিয়নে সচেতনতা মূলক মাইকিং ও লিফলেট বিতরণ করাহলেও সচেতন হয়নি এ এলাকার মানুষগুলো। তারা এই মরণ ভাইরাস করোনাকে রসিকতার মাধ্যমে কাটিয়ে দিচ্ছে। প্রয়োজন ছাড়া বাজারে ঘোরাঘুরি করছে এই এলাকার মানুষগুলো।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাক্তি বলেন, এমন করে বাজারে ঘোরাঘুরি করলে করোনার ঝুকি অনেকটাই বৃদ্ধি পাবে এছাড়াও অনেকেই ঢাকা সহ বিভিন্ন জায়গা থেকে গনপরিবহনে গ্রামে এসেছেন এদের মাধ্যমেও ছাড়তে পারে মরণ ভাইরাস করোনা৷ তাই এদের হোমকোয়ারেন্টাইন নিশ্চিত করা এবং এ অঞ্চলের বাজার গুলোতে প্রশাসনের করা নজরদারি রাখার অনুরোধ করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ