আজ ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই ডিসেম্বর, ২০২৫ ইং

ধামরাইয়ে ভেজাল গুড়ের কারখানায় র‌্যাবের অভিযান

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার ধামরাইয়ে নকল খেজুর গুড় তৈরির একটি কারখানায় অভিযান চালিয়েছে র‍্যাব-৪। এ সময় বিপুল পরিমাণ ভেজাল গুড় ধবংস করা হয়।

সোমবার (১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে কুল্লা ইউনিয়নের চাউলাইল এলাকায় এ অভিযান পরিচালনা করেন নবীনগর ক্যাম্পের সদস্যরা।

র‍্যাব জানায়, কারখানাটিতে কাপড়ের রং, বিভিন্ন ক্ষতিকর কেমিক্যাল, ফিটকিরি, চিনি, আটা, আখের গুড় ও খেজুর গুড়ের ফ্লেভার ব্যবহার করে ‘খাঁটি খেজুর গুড়’ নামে নকল গুড় উৎপাদন করা হতো। প্রতিদিন এসব ভেজাল গুড় বাজারে সরবরাহ করা হয় বলে অভিযোগ রয়েছে।

ভিযানকালে বিপুল পরিমাণ কাঁচামাল, বিভিন্ন রাসায়নিক, ব্যবহৃত মেশিনারি ও প্রস্তুত অবস্থায় থাকা নকল গুড় জব্দ করা হয়। কারখানায় কর্মরত কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে র‍্যাব জানিয়েছে।

র‍্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার নাজমুল ইসলাম বলেন, এসব উপাদান দিয়ে তৈরি গুড় স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। কারখানার মালিক ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

অভিযান শেষে কারখানাটি সিলগালা করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ