নিজস্ব প্রতিবেদক:
সাবেক স্বৈরাচার সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে সাভারে কোন নাশকতা করার চেষ্টা করলে আমরা যে কোন মূল্যে তা প্রতিহত করবো বলে হুশিয়ার উচ্চারণ করেছেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম। আজ (১৭ নভেম্বর) সোমবার সকালে সাভার বাজার বাস স্ট্যান্ড এলাকায় আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে বিএনপির অবস্থান কর্মসূচিতে বক্তব্য প্রদানকালে মোঃ খোরশেদ আলম এ কথা বলেন। এ সময় তিনি উপস্থিত দলের সকল নেতাকর্মীকে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের কোন প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা প্রতিহত করতে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান।