আজ ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই ডিসেম্বর, ২০২৫ ইং

নলডাঙ্গা পেস্টিসাইড অফিসার্স এ্যাসোসিয়েশনের সভাপতি রাশেদুল, সম্পাদক আল-আমিন

মোঃ আসাদুল ইসলাম, নলডাঙ্গা প্রতিনিধিঃ

“কৃষি ও কৃষকের সেবায় আমরা ঐক্যবদ্ধ” এই প্রতিপাদ্যে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলায় কর্মরত বিভিন্ন বালাইনাশক কোম্পানীর অফিসারদের নিয়ে ‘নলডাঙ্গা পেস্টিসাইড অফিসার্স অ্যাসোসিয়েশন’ এর কমিটি গঠন করা হয়েছে।
পূর্নাঙ্গ কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা শেষে কমিটিতে মোঃ রাশেদুল ইসলাম মধু (সুরভী এগ্রো ইন্ডাস্ট্রিজ) টেরিটোরী এক্সিকিউটিভ কে সভাপতি ও মোঃ আল-আমিন সরদার (টাটা ক্রপ কেয়ার কোম্পানী) সিনিয়র মার্কেটিং অফিসার কে সাধারন সম্পাদক ও ৭ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।
উপদেষ্টামন্ডলীরা হলেন মো: মাহাবুর রহমান (এগ্রিসোর্স) মো: হেলাল মন্ডল ( এগ্রো অ্যারেনা) মো: মাসুদুর রহমান (ব্যাবিলন) মো: হাসানুজ্জামান (ব্যাবিলন) মো: মিলন আলী (সী-ট্রেড) মো: জাহাঙ্গীর আলম (গ্রীন বাংলা) মো: দারা উদ দৌলা (মিমপেক্স)
কমিটির অন্যান্য সদস্যরা হলো, সহ-সভাপতি মো: জহিরুল ইসলাম (হিয়া ) যুগ্ন- সাধারন সম্পাদক মো: জেকের আলী (ম্যাপ) মো: মেহেদী হাসান (লারসেন) মো: মাহাবুব (ম্যাকডোনাল্ড) সাংগঠনিক সম্পাদক মো: শিমুল প্রাং (এগ্রিসোর্স) অর্থ বিষয়ক সম্পাদক মো: শহিদুল (হেকেম) ও মো: মাসুদ রানা (বঙ্গ এগ্রিটেক), দপ্তর সম্পাদক মো: আব্দুস সালাম (সুইট) প্রচার সম্পাদক মো: নাসিম আলী (এ্যাথারটন) তথ্য বিষয়ক সম্পাদক মো: আ: বারিক (বায়োসেফ),
ক্রীড়া বিষয়ক সম্পাদক মো: আব্দুল কাফি (ঐক্য) ,আইন বিষয়ক সম্পাদক মো: মহিনুর ইসলাম (গ্রীন বাংলা),ধর্ম বিষয়ক সম্পাদক মো: খাইরুল ইসলাম (ইনতেফা)
কমিটি গঠন শেষে উপদেষ্টা মো: মাহাবুর রহমান (এগ্রিসোর্স) বক্তব্যে বলেন, ‘সারাদেশের বিভিন্ন জেলা উপজেলায় এই ধরণের কমিটি রয়েছে। তারই ধারাবাহিকতায় এই উপজেলায় কর্মরত সকল অফিসারদের একই প্লাটফর্মে এনে কৃষি ক্ষেত্রে সেবার মান বাড়াতেই আমাদের এই সংগঠন করা’। আমরা আশাবাদী এই সংগঠনের মাধ্যমে উপজেলার কৃষিক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে’। এক্ষেত্রে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ