আজ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা মে, ২০২৪ ইং

মেসির স্বপ্ন পূরণের অপেক্ষায় দুগিয়া আর্জেন্টাইন জেনুইন ভক্তরা

নেত্রকোনা প্রতিনিধি, জোবায়ের হোসেন :

হার জিত বড় কথা না প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটাই বড়। ভালোবাসার টীম আর্জেন্টিনার বিজয়ের অপেক্ষায় দুগিয়া আর্জেন্টাইন ভক্ত। এ সময় পুরো রাস্তায় আর্জেন্টিনাময় হয়ে ওঠে।
সকলের একটাই প্রত্যাশা মেসি এবার ট্রপি জিতুক।
গত ম্যাচেও পাও থেকে রক্ত ঝড়েছে।শুধু পাও থেকেই রক্ত ঝরে নি, ঝরেছে হৃদয় থেকেও। হাসিমুখে ঘরে ফিরুক আমরা এটাই চাই।
কান্না মুখটা আমরা আর দেখতে চাই না।
এই আয়োজনে কাজ করেছে জুয়েল আহমেদ, মোমেন আকন্দ মেহেদী সহ আরও অনেকে…

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ