মোঃ আসাদুল ইসলাম,
নাটোর প্রতিনিধি
নাটোরের নলডাঙ্গায় বিশাল আকারের গন্ধ গকুল আটক করেছেন পিপরুল গ্রামের এক কৃষক মোঃ গাহান্নুর প্রাঃ (৬০)। বৃহস্পতিবার সকালে পিপরুল জামতৈল গ্রামের ব্রিজের পার্শ্বে জালের সাথে আটকে যাওয়া অবস্থায় দেখতে পান। পরে গ্রামবাসীর সহযোগিতায় ধরে আনেন বিশাল আকারের গন্ধ গকুল।