আজ ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৫ ইং

ফেনী সীমান্তে এক কোটি বিশ লক্ষ টাকার মালামাল জব্দ করেছে বিজিবি

আলাউদ্দিন সবুজ.ফেনী জেলা প্রতিনিধি:

ফেনী সীমান্তে থেকে বিপুল পরিমাণের ভারতীয় শাড়ি, পোশাক ও গরু জব্দ করেছে বিজিবি। যার আনুমানিক  বাজার মূল্য এক কোটি ২০ লাখ টাকা।
শনিবার (২৫ অক্টোবর) সকালে ৪ বিজিবি সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন।

বিফ্রিংয়ে তিনি বলেন, গোপন খবর পেয়ে শুক্রবার (২৪ অক্টোবর) রাতে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় এবং চট্টগ্রামের জোরারগঞ্জ থানার সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে ব্যাটালিয়ন সদর ও বিওপি বেশ কয়েকটি অভিযান পরিচালনা করে। চোরাচালান প্রতিরোধে এ সব অভিযানে বিপুল পরিমানে ভারতীয় শাড়ী ও তৈরি পোশাকসহ ভারতীয় গরু জব্দ করা হয়

লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন বলেন, ফেনী ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ১২০ দশমিক ০৯ কিলোমিটার এলাকা বিস্তৃত। এসব এলাকায় বিদ্যমান সীমান্তে বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনে ১৭টি বিওপি চোরাচালান প্রতিরোধে নিরলসভাবে কাজ করে চলতি মাসে ২ কোটি ৯৯ লাখ ১৭ হাজার ১৫৫ টাকার মালামাল জব্দ করে।

এতে আরও উপস্থিত ছিলেন ৪ বিজিবির সহকারি পরিচালক নজরুল ইসলাম খান, ৪ বিজির সুবেদার মেজর আবুল কালাম।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ