আজ ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৫ ইং

বেটার লাইফ’র আয়োজনে আন্তর্জাতিক প্রস্থেটিক্স ও অর্থোটিক্স দিবস পালিত

সাইফুল ইসলাম শাওন:

‘সক্ষমতার দিগন্ত, উদ্ভাবন ও মানের বিকাশ’— এই প্রতিপাদ্য নিয়ে বিশ্বব্যাপী উদযাপিত আন্তর্জাতিক প্রস্থেটিক্স ও অর্থোটিক্স দিবস।

বুধবার (৫ নভেম্বর) বাংলাদেশেও দিবসটি পালন করেছে বেটার লাইফ প্রস্থেটিক এন্ড অর্থোটিক কেয়ার লিমিটেড।দিবসটি উদযাপনে কেক কেটে আনন্দ ভাগাভাগি করে প্রতিষ্ঠানটি।

রাজধানীর কল্যাণপুরে বেটার লাইফ পি এন্ড ও এর উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রস্থেটিক্স ও অর্থোটিক্স সেবার উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সবার জন্য মানসম্মত সেবা নিশ্চিতকরণ নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেটার লাইফ প্রস্থেটিক এন্ড অর্থোটিক কেয়ার লিঃ-এর ম্যানেজিং ডিরেক্টর মো. পারভেজ হোসেন খান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিএমএসএস লিম্ব সেন্টারের ইনচার্জ মোহাম্মদ শফিক। আলোচনায় আরো অংশ নেন আইএসপিও (ইন্টারন্যাশনাল সোসাইটি ফর প্রস্থেটিকস অ্যান্ড অর্থোটিকস)-এর প্রতিনিধি, খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞ, আমন্ত্রিত অতিথি ও অত্র প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তির সহায়তায় শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রায় নতুন সম্ভাবনার দ্বার খুলছে। কৃত্রিম হাত-পা ও সহায়ক ডিভাইস এখন দেশের ভেতরেই উচ্চমানের সেবা হিসেবে পাওয়া যাচ্ছে।

বেটার লাইফ পি এন্ড ও কেয়ার কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠানটি সর্বাধুনিক প্রযুক্তির কৃত্রিম হাত-পা ও সহায়ক ডিভাইস সংযোজন সেবা দিয়ে ইতিমধ্যে দেশজুড়ে আস্থা অর্জন করেছে।

অনুষ্ঠান শেষে আন্তর্জাতিক প্রস্থেটিক্স ও অর্থোটিক্স দিবসের তাৎপর্য তুলে ধরে সবার মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ