আজ ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই জানুয়ারি, ২০২৬ ইং

শেরপুরে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচিতে নারীদের অংশগ্রহণ

মাকসুদুর রহমান, শেরপুর প্রতিনিধি:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি” বাস্তবায়নের আহ্বান ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার অনুরোধ জানিয়ে শেরপুরে নারীদের অংশগ্রহণে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ নভেম্বর) বিকেলে সদর উপজেলার ৮নং লছমনপুর ইউনিয়নের কান্দাশেরী চর এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, জেলা যুবদলের সভাপতি ও ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মো. শফিকুল ইসলাম মাসুদ।
বক্তব্যে তিনি বলেন, “বিগত ১৭ বছর জনগণের ভোটাধিকার ছিল না। আওয়ামী সরকার দিনের ভোট রাতে নিয়ে নিয়েছে, মানুষকে ভোট দেওয়ার সুযোগ দেয়নি। আমরা তারেক রহমানের নেতৃত্বে জনগণের অধিকার ফিরিয়ে দিতে আন্দোলন করেছি—সে পথে আমাদের অনেক নেতা-কর্মী জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন।”তিনি আরও বলেন, “৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পালিয়ে গেছে, বর্তমানে যে সরকার রয়েছে তা জনগণের ভোটে নির্বাচিত নয়। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হলে রাষ্ট্রীয় সরকার প্রতিষ্ঠা করতে হবে। একটি মহল আগামী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে, কিন্তু জনগণ তা সফল হতে দেবে না।”এসময় আরও উপস্থিত ছিলেন—শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান, সদস্য আমিনুল ইসলাম শিপন চেয়ারম্যান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ফরহাদ হোসেন, সাবেক দপ্তর সম্পাদক সেলিম শাহী, সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক সৈয়দ মিজানুর রহমান সোহেল, সাবেক সদস্য দেলোয়ার হোসেন, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন রঞ্জু, জেলা তাঁতীদলের আহ্বায়ক লালন মোল্লা, জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সুমাইয়া আলম, সহ-সভাপতি পারভীন আক্তারসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ