আজ ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই জানুয়ারি, ২০২৬ ইং

শেরপুরে উদীচীর ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোঃ মাকসুদুর রহমান

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সংগীত, আবৃত্তি ও কবিতা পাঠের আয়োজন করেছে উদীচী শেরপুর জেলা সংসদ। বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় নিউমার্কেটস্থ উদীচী কার্যালয়ে “প্রগতির পথে জীবনের গান” প্রতিপাদ্যে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা উদীচীর সভাপতি ড. সুধাময় দাস। বক্তব্য রাখেন কমল চক্রবর্তী, জ্যোতি পোদ্দার, আবুল কালাম আজাদ, সোলায়মান আহম্মেদ ও মাসুম ইবনে শফিক।

কবিতা পাঠ ও আবৃত্তিতে অংশ নেন জ্যোতি পোদ্দার, কমল চক্রবর্তী, শুভজিত নিয়োগী, মনিকা শকুন্তলা, বিনম্র দাম বৃত্তসহ অনেকে। সংগীত পরিবেশন করেন মুক্তি দত্ত, অর্পিতা পাল ও দুলাল উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন শুভজিত নিয়োগী।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ