আজ ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৫ ইং

নলডাঙ্গায় বিএনপির মত বিনিময় সভা

মোঃ আসাদুল ইসলাম,
নলডাঙ্গা প্রতিনিধিঃ

নাটোরের নলডাঙ্গা পৌর বিএনপি আয়োজনে মত বিনিময় শোভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৬ অক্টোবর ২০২৫)রবিবার নলডাঙ্গা পৌরসভার ৭,৮,৯ নং ওয়ার্ডের উদ্যোগে বুড়ির ভাগ উচ্চ বিদ্যালয় মাঠে বিকেল ৫টায় এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।উক্ত মতবিনিময় সভায় আলহাজ্ব মোহাম্মদ ফজলার রহমান সাবেক সভাপতি ৭ নং ওয়ার্ড এর সভাপতিত্বে উপজেলার স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মুন্জুরুল হক সবুজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর সদর ও নলডাঙ্গা আসনের সাবেক এমপি ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এমপির সহধর্মিনী সাবিনা ইয়াসমিন ছবি প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক জনাব রহিম নেওয়াজ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম আফতাব নলডাঙ্গা উপজেলার বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল সাবেক পৌর প্রশাসক এমএ হাফিজ সাবেক মেয়র মোহাম্মদ আব্বাস আলী নান্নু পৌরসভার সাবেক সহ-সভাপতি জাফর মাস্টার সাবেক পৌর সাধারণ সম্পাদক জাকির হোসেন সাবেক সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন পাঠান উপজেলা বিএনপির যুবদলের সভাপতি মামুনুর রশিদ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফরহাদ হোসেন উজ্জল পৌর যুবদলের সভাপতি রূপচাঁদ নলডাঙ্গা শহীদ নজমুল হক সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল কালাম আজাদ সহ আরো অনেকেই।

প্রধান অতিথির বক্তব্যে গণমানুষের নেতা সাবেক এমপি সাবেক মন্ত্রী এম কুদ্দুস তালুকদার দুলু বলেন আগামীতে ধানের শীষে প্রতীকে বিজয় অর্জন করে নলডাঙ্গা প্রাণ কোম্পানির চেয়ে বড় একটি শিল্প কারখানা গড়ে তোলা হবে যেখানে এই এলাকার লোকজন চাকরি করবে কাউকে আর চাকরির জন্য ঘুরতে হবে নাএছাড়া নাটোর থেকে গ্যাস লাইন নলডাঙ্গা নিয়ে আসা হবে রাস্তাঘাটের উন্নয়ন করা হবে সবাইকে ধানের শীর্ষে প্রতীকে ভোট দেওয়া আহ্বান জানান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ