মোঃ মাকসুদুর রহমান:
শেরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সদর আসনের সংসদ সদস্য প্রার্থী হাফেজ রাশেদুল ইসলামের গণসংযোগে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) বিকেলে শহরের মাধবপুরস্থ উৎসব কমিউনিটি সেন্টারে জেলা জামায়াতে ইসলামী এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।সংবাদ সম্মেলনে জেলা আমীর মাওলানা হাফিজুর রহমান জানান, শুক্রবার (২৪ অক্টোবর) সকাল থেকে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নে গণসংযোগ চলাকালে ডাকপাড়া গ্রামে বিএনপি নেতাকর্মী পরিচয়ধারী একদল সশস্ত্র ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে অন্তত ২০ জন আহত হন, তাদের মধ্যে কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন।তিনি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।
সংবাদ সম্মেলনে জামায়াতের জেলা নেতারা অভিযোগ করেন, এ ধরনের হামলা আসন্ন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট করছে।এ সময় উপস্থিত ছিলেন শেরপুর-১ আসনের প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম, নকলা-নালিতাবাড়ী আসনের প্রার্থী গোলাম কিবরিয়া ভিপি, শ্রীবরদী-ঝিনাইগাতী আসনের প্রার্থী মাওলানা নুরুজ্জামান বাদলসহ দলীয় নেতাকর্মী ও সাংবাদিকরা।জেলা জামায়াত আগামী ২৬ অক্টোবর বিকেল ৪টায় খোয়ারপাড় মোড় থেকে থানা মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে।