আজ ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৪ ইং

কবিতা – ‘জীর্ণ মানসলোক’

লেখক : আল-মাহমুদ কায়েস

সময়ের প্রতিধ্বনিতে মুখর জীবন
অগ্নিবীণায় পদচারণায় কতো ভোর, সন্ধ্যা, রাত—
হিমেল বাতাসের ইশারায় দুলেছে হৃদয়।
মিছিল মিটিং-এ প্রাণবন্ত ছিল জীবন।
অন্তর্নীল করাঘাত ছুঁতে পারেনি কখনো।
প্রেম এসেছিল তবে তা মিশে গিয়েছে রাজপথের মিছিলে তা বিলীন হয়েছে
ক্লান্তদেহে ঘামের গন্ধে মিশে গেছি এই আমি।

সময়ে বয়ে যায় বদলায় জীবন
জেগে থাকে প্রেক্ষাপট হৃদয়কুঠিরে।
রাতের আকাশ ঘুমিয়ে পড়ে
জেগে থাকে দুই চোখ বিবর্ণ ব্যাবচ্ছেদে।

যারা হৃদয়ের কাছাকাছি ছিল,
সময়ের চক্রে তারা আজ আলোকবর্ষ দূর।
মিথ্যা, শঠতায় নত করেনি শির
জানি পরাজয় নিয়েই ফিরবো আমি নীড়।
তবু এই ভিন্ন স্রোতে হেঁটে যাই আমি।

দিন-শেষে দুঃখগুলো বাসা বেঁধেছে,
জং ধরেছে মনের কুঠিরে।
তেমনিভাবেই শরীরে আরো সঞ্চিত হয়েছে
নব ব্যথা, নব অভিলাষ, নব খোয়াব।
আচ্ছা, এ দীর্ঘ পথে মনোদিগন্ত কি থেমে যাচ্ছে?
না-কি ভেসে যাচ্ছি বলে স্রোতে উথাল-পাতাল করছে জীবন।
জানিনা, তা জানিনা।
তবুও মুখ থুবড়ে হেঁটে যাই
বুকপকেটে স্বপ্ন নিয়ে ঘুরে বেড়াই এই আমি!

লেখক:
আল- মাহমুদ কায়েস
বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ