আজ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা মে, ২০২৪ ইং

শ্রমিকদের ঘরে থাকতে শ্রমিক নেতা সুলতানের অনুরোধ

নিজস্ব প্রতিবেদক

 

সারাবিশ্বকে যখন করোনা ভাইরাস গ্রাস করে ফেলেছে। তখন বাংলাদেশও এর বাইরে নয়।
বাংলাদেশ সরকারের পদক্ষেপে সারাদেশে প্রায় লকডাউনের পরিস্থিতি বিরাজ করছে।

এরমধ্যে সকল পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে। তাই এসব শ্রমিকদের ঘরে থাকতে অনুরোধ জানিয়েছেন জাতীয় নিট ডাইং গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি শ্রমিক নেতা মোঃ সুলতান মাহমুদ।

তিনি বলেন, প্রিয় শ্রমিক ভাই ও বোনেরা আপনারা জানেন আমরা সবাই এখন দেশের ক্রান্তিলগ্নে একটি কঠিন সময় পার করছি। আমরা জানি না আগামীতে আমাদের জন্য কি অপেক্ষা করছে, আপনাদের প্রতি আমার অনুরোধ। কারখানা ছুটি ঘোষণা করার পর কেউ বিনা প্রয়োজনে ঘরের বাহিরে যাবেন‌ না। অযথা রাস্তায় ঘোরাঘুরি করবেন না।

তিনি আরও বলেন, সবাই সচেতন থাকুন একমাত্র সচেতনতাই পারে এই মহামারী করোনাভাইরাস থেকে কিছুটা রক্ষা করতে। সবাই আল্লাহকে ডাকুন নামাজ পড়ুন এবং গণজমায়েতকে পরিহার করুন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ