আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

করোনা আক্রান্ত রাবির ইসলামিক স্টাডিজ বিভাগের সেই শিক্ষার্থী সুস্থ

 

রাবি প্রতিনিধি :

 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের করোনা আক্রান্ত সেই শিক্ষার্থী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। দিনাজপুরের পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই সপ্তাহ চিকিৎসা শেষে তাঁর নমুনা পরীক্ষা করে ফলাফল ‘নেগেটিভ’ পাওয়া যায়।

শুক্রবার ডাক্তারের বরাত দিয়ে ওই শিক্ষার্থীর স্বামী এসব তথ্য জানান।এর আগে ২৪ মে দিনাজপুরের একটি হাসপাতালে নমুনা পরীক্ষার পর ওই শিক্ষার্থীর করোনা শনাক্ত হয়।

দিনাজপুরের পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, করোনা আক্রান্ত হয়ে গত ২৪ মে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন ওই শিক্ষার্থী। এরপর বেশকিছু চিকিৎসার পর চলতি মাসের শুরুতে আবার নমুনা পরীক্ষা করলে ফলাফল ‘নেগেটিভ’ আসে। ৬ জুন হাসপাতালে থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।

জানতে চাইলে রাবি শিক্ষার্থী বলেন, আলহামদুলিল্লাহ। আমিসহ আমার পরিবারের যাঁরা করোনা আক্রান্ত ছিল, সবাই এখন করোনা মুক্ত। সবাই সুস্থ আছি।

শিক্ষার্থীর স্বামী জানান, ফলাফল করোনা নেগেটিভ হলে গত ৬ জুন হাসপাতালে থেকে বাড়ি ফিরেছেন ওই শিক্ষার্থী। এর পর ডাক্তারের পরামর্শে ১৪ দিন তাঁকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। বর্তমানে তিনি সম্পূর্ণরূপে সুস্থ আছেন।
তিনি আরো বলেন, ওই শিক্ষার্থীর চাচাও করোনা আক্রান্ত হয়েছিলেন। বর্তমানে তিনিও এখন সুস্থ।

ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, আমাদের বিভাগের ওই শিক্ষার্থী করোনা আক্রান্ত হওয়ার পর থেকেই নিয়মিত খোঁজখবর রেখেছি। বর্তমানে তিনি সুস্থ হয়েছেন জানতে পেরেছি।

প্রসঙ্গত, এর আগে রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক শিক্ষার্থী ও তাঁর বাবা করোনায় আক্রান্ত হন। বর্তমানে তাঁরা সুস্থ আছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ