আজ ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে এপ্রিল, ২০২৪ ইং

গাজীপুরের শ্রীপুরে কালা জ্বর প্রতিরোধে স্প্রেয়িং কার্যক্রম শুরু 

 

 

মনিরুল ইসলাম মেরাজ, গাজীপুর শ্রীপুর প্রতিনিধি :

 

গাজীপুরের শ্রীপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যেগে আজ সকালে বাসা বাড়িতে স্প্রেয়িং করার কার্যক্রম শুরু হয়েছে। শ্রীপুরে কালা জ্বর নির্মূলের জন্যই এই পরিকল্পনা হাতে নিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

উক্ত স্প্রেয়িং কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ প্রনয় ভূষন দাস। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মোঃ মোবারক হোসেন মৃধা এবং ডাঃ জহিরুল ইসলাম (সি এইচ সি পি) সহ স্বাস্থ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তারা জানান যে, শ্রীপুর উপজেলায় কালা জ্বর নির্মূল করার জন্য এই উদ্যেগ গ্রহন করা হয়েছে এবং এই স্প্রেয়িং কার্যক্রম চালু রাখা হবে বলেও জানান তারা।
করোনার এই দুঃসময়ে কালা জ্বর এর পরিমান বাড়লে স্বাস্থ্য ব্যবস্থার উপর ভাষন চাপ পড়বে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ