আজ ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ডিসেম্বর, ২০২৪ ইং

ধামরাইয়ে ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

বর্ণাঢ্য র‍্যালি ও জাকজমকপূর্ণ আয়োজনের ভিতর দিয়ে ঢাকার ধামরাইয়ে ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এর
উদ্বোধন হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) বর্ণাঢ্য র‌্যালী শেষে ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে এই মেলার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব বেনজির আহমদ এমপি।

“জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্যকে সামনে নিয়ে ঢাকার ধামরাই উপজেলা প্রশাসনের আয়োজনে ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০১৯ এর উদ্বোধন করা হয়।

উদ্বোধন শেষে উপজেলা চত্ত্বর মঞ্চে বিজ্ঞান মেলার বিষয় বস্তু নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল হকের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ধামরাই পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ। এসময় আরও উপস্থিত ছিলেন হাফিজুর রহমান, আলি খান প্রমুখ।

প্রসঙ্গত, মেলায় ২৩টি স্টল নিয়ে দুই স্তরের ব্যক্তি ও প্রতিষ্ঠান নিজেদের তৈরী বিভিন্ন প্রদর্শনী মেলার প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদের মাঝে তুলে ধরেন। এবং মেলাটি কয়েকদিন চলবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ