আজ ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই অক্টোবর, ২০২৪ ইং

সাভারে শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা

বিশেষ প্রতিনিধি : আব্দুস সালাম

ঢাকার সাভারে শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে সাভার মডেল থানায় মামলা দায়ের গত সোমরাব (১৩ জানুয়ারি)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সাভার পৌরসভার ২নং ওয়ার্ড কামাল গার্মেন্টস রোড নয়ন মোল্লার বাড়িতে ৭ বছরের শিশুকে নিয়ে বসবাস করে পোশাক কারখানায় কাজ করে শিশুর পরিবার। গত (১২ জানুয়ারি) বিকেল ৪ ঘটিকার সময় শিশুটিকে ঘরে একা পেয়ে বাড়ির মালিক নয়ন মোল্লা (৭০) ধর্ষণের চেষ্টা করলে শিশুর চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে নয়ন মোল্লা পালিয়ে যায়। শিশুর মা সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করে। (মামলা নম্বর – ৩০) মামলার তারিখ ১৩ জানুয়ারি।

শিশু ধর্ষণের চেষ্টার ঘটনায় নয়ন মোল্লার বাড়িতে সরজমিনে গেলে শিশুর পরিবার কে ওই বাড়ি থেকে তাড়িয়ে দেয় বলে জানা যায়।

সাভার পৌর মহিলা লীগের সাধারণ সম্পাদক রাহিমা বেগম বলেন, ভাড়াটিয়া মিথ্যা অভিযোগ করছে এ ধরনের কোন ঘটনা ঘটেনি।

তিনি আরও বলেন, এই সংবাদ প্রচার করার কোন দরকার নেই।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) পলি আক্তার বলেন, চিকিৎসার জন্য শিশুকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠানো হয় এবং চিকিৎসা শেষে শিশুটি মঙ্গলবার ঢাকার আদালতে ২২ ধারায় জবানবন্দি প্রদান করে। শিশুটিকে পরিবারের জিন্মায় দেওয়া হয়েছে।

সাভার মডেল থানার ওসি অপারেশন জাকারিয়া হোসেন বলেন আসামী নয়ন মোল্লাকে গ্রেপ্তার অভিযান চলছে বলে জানিয়েছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ