আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

তরুন ফুটবলার বাঁধনের মায়ের চিকিৎসার জন্য সাহায্যর আবেদন

 

আশরাফুল কবির ভুঞা ফাহাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

তরুন ফুটবলার বাধনের মা বিলকিস বেগম (৫০) কিডনি রোগে আক্রান্ত। দীর্ঘদিন ধরে ডায়ালাইসিস নিচ্ছিলেন। নানা সীমাবদ্ধতার মধ্যেও মায়ের চিকিৎসা চালিয়ে নিয়েছিলেন ছেলে প্রথম বিভাগের ফুটবলার। করোনা চলাকালীন সময়ে ফুটবল খেলতে না পারায় কোনো আয় নেই। এ অবস্থায় তার ও পরিবারের পক্ষে এখন আর প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারছেন না। গত ১৭/০৬/২০ তারিখ যুব ও ক্রীয়া প্রতিমন্ত্রী রাসেল আহম্মেদ ১ লক্ষ টাকা অনুদান দেন। এছাড়া আরও অনেক ব্যক্তি অার্থিক সহযোগিতা করেন।
এমন কি প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুও নিজে আর্থিক সহযোগিতা করেন। তার পরেও তার চিকিৎসার জন্য আর্থিক সংকটে আছে বাধনের পরিবার।
এজন্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু তার ফেসবুক আইডি থেকে পোষ্ট করে বিত্তবানদের সহযোগিতা করার জন্য আহ্বান করেন।তার পোষ্ট হলো:

”টাকা দিয়ে না হোক, মানসিক ভাবে একজন রোগীর পাশে দাঁড়ান। ঈশ্বরগঞ্জের সমস্ত ক্রীড়া সংগঠন, সমস্ত খেলোয়াড় এবং সামাজিক, রাজনৈতিক ব্যাক্তিরা বাঁধনের মা এর পাশে দাঁড়ান। একজন খেলোয়াড় এটা আমাদের কাছ থেকে আশা করে। এরা আশাহত হলে আগামীতে এরা এগিয়ে যেতে পারবে না।
সমস্ত খেলোয়াড় বৃন্দ, আপনাদের অবশ্যই আপনাদের সহকর্মীর জন্য এগিয়ে আসা উচিৎ। ঈশ্বরগঞ্জে যারা বিত্তবান, তারা এগিয়ে আসুন একজন অসহায় মা এর জীবন বাঁচাতে।”

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ